জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুর জেলা জামায়াতের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লাখো মানুষের ঢল নামে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৩:০০ টায় শুরু হওয়া বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফরিদপুরে জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন।
এছারা সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুরের ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড.ইলিয়াস মোল্লা ।বোয়ালমারী উপজেলা আমির মওলানা শহিদুল ইসলাম ও ফরিদপুরে-২ আসনের এমপি পদপ্রার্থী মওলানা সোহরাব এবং ফরিদপুর -৩ আসনের এমপি পদপ্রার্থী মো:আব্দুর তাওয়াব।
এছাড়া সমস্যা বক্তৃতা রাখেন ফরিদপুর -৪(ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন ) আসনের এমপি পদপ্রার্থী সারওয়ার হোসেন এছাড়া সমাবেশে অন্যান্য বক্তব্য রাখেন।