গাজীপুরের কাশিমপুরে কমিউনিটি বেইজড চাইল্ড প্রোটেকশন মেকানিজম ফর দ্য চিলড্রেন অব গার্মেন্টস ওয়ার্কাস ইন বাংলাদেশ”প্রকল্প গার্মেন্টস শ্রমিকদের শিশুদের অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ফেব্রুয়ারি)দুপুরে মহানগরীর কাশিমপুরের ৬নং ওয়ার্ডের নামাবাজার এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ের হল রুমে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার(ভার্ক)এর উদ্যোগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী সচিব নিজামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আজহারুল হক,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার(ভার্ক)এর ডেপুটি ডিরেক্টর রিপন কুমার সাহাসহ গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।