বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ।
এতে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, ড্যাব-নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।
এই শ্রমিক গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপি'র সদস্য নূর বকস মন্ডল, আব্দুল কাদের, মোমতাজুল ইসলাম, মমতাজ মাস্টার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম,শামিম হোসাইন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক,যুবদল নেতা আল মামুন, সমবায় দলের আহ্বায়ক আব্দুল মতিন, সাবেক ছাত্রদল নেতা হারুন, স্বেচ্ছাসেবক দলের নেতা কামাল হোসেন জুয়েল, স্থানীয় বিএনপি নেতা মনারুল হক , জায়েদ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন মৃধা প্রমুখ নেতৃবৃন্দ ।