৯টির অধিক মাদক এবং মারামারি মামলার আসামী যেন ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছিল। একাধিক অভিযান পরিচালনা করেও কোনভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে ১ হাজার পিছ ইয়াবা সহ পুলিশি ফাঁদে পড়ে গ্রেপ্তার হয় মাদক সম্রাট দুলাল বাগমার।
বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুর কালীগঞ্জের জামালপুর এলাকার জামালপুর বাগমার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুলাল বাগমার উপজেলার জামালপুরের বাগমারপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ একাধিক ধারায় ৯টির অধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, দুলাল বাগমার একজন মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে পারিনি। অবশেষে গতকাল রাতে তার জন্য জামালপুরের জামালপুর বাগমারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফাঁদ পাতি। অপারেশন পরিচালনা দায়িত্ব দেই কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম, মো. হায়াতুর রহমান এবং মো. ইব্রাহিম শেখকে। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাকে আটক করতে গেলে সে ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে। শেষ রক্ষা তার হয়নি। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার করি। আজ তাকে গাজীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।