1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট ১ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার

কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

৯টির অধিক মাদক এবং মারামারি মামলার আসামী যেন ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছিল। একাধিক অভিযান পরিচালনা করেও কোনভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে ১ হাজার পিছ ইয়াবা সহ পুলিশি ফাঁদে পড়ে গ্রেপ্তার হয় মাদক সম্রাট দুলাল বাগমার।

বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুর কালীগঞ্জের জামালপুর এলাকার জামালপুর বাগমার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুলাল বাগমার উপজেলার জামালপুরের বাগমারপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ একাধিক ধারায় ৯টির অধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

ওসি বলেন, দুলাল বাগমার একজন মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে পারিনি। অবশেষে গতকাল রাতে তার জন্য জামালপুরের জামালপুর বাগমারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফাঁদ পাতি। অপারেশন পরিচালনা দায়িত্ব দেই কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম, মো. হায়াতুর রহমান এবং মো. ইব্রাহিম শেখকে। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাকে আটক করতে গেলে সে ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে। শেষ রক্ষা তার হয়নি। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার করি। আজ তাকে গাজীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

তিনি আরো জানান, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট