রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ছাএ সিফাত আত্মহত্যা করেছেন। সিফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহের চন্ডী এলাকায় তুহিন ছাএাবাস থেকে ফ্যানের সাথে জুলন্ত মরা দেহ উদ্ধার করেন চন্দ্রীমা থানা পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন সিফাতের লাশ তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামে।
সিফাতের বাবা মোঃ আব্দুল মান্নান মিয়া, ৪৭ নং ছোনবুনিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
পরিবারে দুই ভাই বোনের মধ্য একমাএ ছেলে সন্তান ছিলেন সিফাত। ছেলের মৃত্যু কোন ভাবেই মানতে পারছে না তার বাবা, আজ শনিবার দুপুর দুইটার সময় সিফাতের লাশ তার গ্রামের বাড়িতে এসে পৌছায়।
তার পরিবার ও সহপাঠীদের সাথে কথা বলে জানাযায় গত – ৯ মাস আগে তার মা মারা যায়, সে থেকেই সিফাত মানসিক ভাবে ভেঙ্গে পরেন,
বিকেল তিনটা ৩০মিনিটের সময় সিফাতের জানাযা সম্পন্ন হয়, জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের পাসে তাকে দাফন করা হয়।
মেধাবী শিক্ষার্থী সিফাতের মৃত্যুতে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।