দেশপ্রেমহীন ব্যক্তি কখনও দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। বরং অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িয়ে দেশের অগ্রগতিকে আরও বাধাগ্রস্থ করে। তাই তরুণ-তরুণী প্রত্যেকেই দেশ প্রেমে আবদ্ধ হতে হবে। তরুণদের মধ্যে দেশপ্রেমকে জাগিয়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্ভাবনী ধারনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম এসব কথা বলেন।
এছাড়া তিনি আরও বলেন, তথ্য ও প্রযুক্তিকে ভালো কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে তরুণ-তরুণীরা এগিয়ে যাবে। তরুণ-তরুণীদেরকে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, তাদেরকে নৈতিক শিক্ষা সহ মেধা বিকাশে এগিয়ে যেতে হবে। তাদেরকে দেশপ্রেমে আবদ্ধ সহ মানুষের মতো মানুষ হতে হবে। তবেই বাংলাদেশ বদলাবে, এ পৃথিবী বদলাবে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল হাসানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন।