নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির নব নির্বাচিত নেত্রবৃন্দের কেন্দ্রীয় নেতা আব্দুস সালামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ধামইরহাট পৌর বিএনপির নব নির্বাচিত নেত্রবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দক্ষিণ ঢাকার জাতীয়তাবাদী দলের সাবেক আহবায়ক মোঃ আবু সালাম খান এর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। নওগাঁ সদর উপজেলা হল রুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এর পূর্বে ২৫ ফেব্রুয়ারি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ধামইরহাট পৌর বিএনপির দলীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে মো. শহিদুর রহমান সরকার ছাতা মার্কা ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী চেয়ার মার্কা মো. নুরল ইসলাম পেয়েছেন ২০৫ ভোট। সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম মোরগ প্রতিকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীকে রেজুয়ান হোসেন (রঞ্জু) পেয়েছেন ১৯২ ভোট। দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের পছন্দের নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস কে এম ইকবাল রাব্বি ও তাঁর সঙ্গীয় সদস্যগণ ভোট গ্রহণ করেন। সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
দলীয় নেতৃত্ব নির্বাচনে ৪টি পদের বিপরীতে সাবেক এমপি সামসুজ্জোহা প্যানেল সভাপতি, সম্পাদক ও ১টি সাংগঠনিক সম্পাদকসহ ৩টিতে জয় পান এবং একই দলের অন্য প্যানেলে সাংগঠনিক সম্পাদ পদে একটি জয় পান।