ময়মনসিংহের নান্দাইলে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পৌর সদর সহ ১৩টি ইউনিয়ন থেকে আগত জামাতে ইসলামের নেতাকর্মী সহ ইসলাম প্রিয় তৌহিদী মুসলিম জনতা উক্ত বিশাল মিছিলে যোগদান করে। ‘আহ্লান, সাহ্লান, মারহাবান, মারহাবান, মাহে রমজান’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় নান্দাইল উপজেলা সদরের ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়ক। উক্ত র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী শামসুদ্দিন, উপজেলা জামাতের সেক্রেটারী মাও. প্রভাষক নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়া সহ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।