পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়ন ও সাতৈর ইউনিয়নের এক বর্ণাঢ্য র্যালি হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় র্যালিটি ময়না ইউনিয়ন আমির মাওলানা আবু জাফরের নেতৃত্বে সাতৈর বাজার সাহী জামে মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতৈর হাইস্কুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে রেলি সমাপ্ত হয়। মেসিল পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়না ইউনিয়নের আমির হাটখোলারচর মোহাম্মদের দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আবু জাফর সিদ্দিকী ,ময়না ইউনিয়নের কেয়ারটেকার মাওলানা কামরুল ইসলাম সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নির্বিচির্ণ বিদ্যুতের সরবরাহের আহ্বান জানান।
র্যালিতে ময়না সাতৈর ইউনিয়নের জামায়াত নেতা-কর্মী ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে। র্যালি চলাকালীন সময়ে সাতৈর বাজারের চতুর্পাশে রাস্তাঘাট লোকেলোকারণ্য হয়ে যায়। রালিতে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি এবং আহলান সাহলান,মাহে রমাজান স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়।