তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগার আত্রাইয়ে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টায় র্যালি শেষে নির্বাচন অফিসের সামনে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম। আরও বক্তব্য রাখেন সহকারি নিবর্বাচন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাছির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পাঁচুপর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাইৃ প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ।