1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
ফায়ার সার্ভিস চালকের বিরুদ্ধে সৌর বিদ্যুৎ ও গাড়ির লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে আড়াই লাখ টাকার আত্মসাৎ সাভারের বিরুলিয়া ব্রীজ ফুড কোর্ট মার্কেটে চাঁদা দাবি, ভাংচুর ও মারপিটের ঘটনায় গ্রেফতার-১ নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন সড়ক দুর্ঘটনায় ১জন আনসার কমান্ডার নিহত ভুূরুঙ্গামারীতে আওয়ামীলীগের ইউপি নেতা গ্রেফতার সুবর্ণচরে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ ২ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মা আটক ‎সিনেমা স্টাইলে নিজের বিয়ে নিজেই ভাঙলেন ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ যৌক্তিক সময়েই এই সরকার প্রদক্ষেপ নিবে সুলতান সালাউদ্দিন টুকু

বদলগাছীতে  গমের বাম্পার ফলনের সম্ভাবনা খুশি চাষিরা

বদলগাঁছী (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে গম চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এ বছর তুলনামূলক ভাবে বেশি গমের চাষ করা হয়েছে এই উপজেলায়। উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ জুড়ে দেখা যাচ্ছে গমের সবুজ পাতার সমারোহ।

স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এই রবি শস্য গম চাষে আবারো ঝুঁকছেন কৃষকরা।

গম-চাষিরা আশা করছেন এবার প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৫ মণ করে গমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।একই সাথে বাজারে বেশি দাম পেলে লাভবান হবে গম চাষিরা ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৮ টি ইউনিয়নে ৭শ’ ৭০ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে।

এবছর কৃষকরা আমন ধান ঘরে তোলার পরে আলু-সরিষার আবাদ কমে দিয়ে গম চাষ করেছেন। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, গম চাষের সমারোহ মাঠ জুড়ে শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে গম পাকা শুরু করবে। অথচ কালের বিবর্তনের দিন দিন বিলুপ্তির পথে যেতে বসেছিল গম চাষ। এক সময় বদলগাছী উপজেলায় প্রায় প্রতিটি মাঠে ব্যাপক হারে গমের চাষ হতো। হারিয়ে যেতে বসা গমের চাষাবাদ আবারো পুনরায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গত কয়েক বছরে এই উপজেলার চাহিদার তুলনায় বেশি গমের আবাদ হচ্ছে।

মিঠাপুর ইউনিয়নের বউলা পাড়া মোজাম্মেল উদ্দিন বলেন, গম চাষ করে গত বছর ভালো ফলন হয়েছে। এবছর ৩ বিঘা জমিতে গম চাষ করেছি ৪৫ মণ গম পাব । আশা করছি এবারও ফলন ভালো হবে। মিঠাপুর গ্ৰামের গম চাষি আইজুল হোসেন বলেন, এ বছর সরিষা চাষ না করে সেই জমিতে গম চাষ করেছি। কম খরচে গমের চাষ ভালো হয়েছে। এবার গম চাষে তেমন রোগবালাই নাই।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, আগামীতে প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে এ এলাকায় গমের বাম্পার ফলন হবে। আটার চাহিদা মেটাতে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। আমরা চাষিদের মাঝে গমের চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। আশা করছি আগামী বছরে এ উপজেলায় প্রচুর গমের আবাদ হবে। তিনি আরো বলেন, গম চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, সার, সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট