ময়মনসিংহের নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থীরা কোচিং ফি ছাড়া তাদের ফরম ফিলাপের সুযোগ দেবার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারে (ইউএনও) কার্যালয়ে গিয়ে তাঁর সাথে দেখা করে এ দাবি জানিয়েছেন।
উপজেলা সদরে অবস্থিত সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজটি ১৯৯৫ সালে স্থাপিত উপজেলা সদরের একমাত্র মহিলা কলেজ। এইচএসসি/২০২৫ এর নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কলেজের ৩২৫ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। ১৯৫ জন শিক্ষার্থী সকল বিষয়ে পাশ করে। এরমধ্যে শুরু হয়েছে ফরম ফিলাপের কাজ। শিক্ষার্থীরা কলেজের অফিসে এসে জানতে পারেন ফরম পূরনের জন্য বোর্ড ২৬২০ টাকা নির্ধারণ করলেও কলেজ নির্ধারন করেছে ৩৬০০ টাকা। তা ছাড়াও সবার জন্য কোচিং বাধ্যতামূলক করে কোচিং ক্লাস ফি বাবদ ধরা হয়েছে আরও ১৫০০ টাকা। বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের কিছু বেশি দিতে হবে।সকল পরীক্ষাগ্রহনেচ্ছুক শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে কোচিং ফি’র টাকা ছাড়া কাউকে ফরম পূরণ করতে দেওয়া হবেনা।
বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে আসা শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বোর্ড ফি, কোচিং ফি এবং কলেজের সাবেক পাওনা সব মিলিয়ে তাদের একেক জনের ফরম পূরন করতে ৫ থেকে ৭ হাজার টাকা লাগবে। এরপর প্রতিদিন কলেজে এসেছে কোচিং ক্লাস করতে যানবাহনের ভাড়া বাবদ প্রতিদিন তাদের আরও ১০০ টাকা করে ব্যয় করতে হবে। তাদের মত দরীদ্র পরিবারের পিতামাতার পক্ষে এত টাকা ব্যয় করা কষ্টকর। তাই তারা কোচিং ফি’র টাকা ছাড়া ফরম ফিলাপ করতে চায়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোচিং ফি ছাড়া ফরম ফিলাপ করতে দিচ্ছেনা। তারা জানান. নিবাচনী পরীক্ষার সময়ও তারা ১ হাজার টাকা করে দিয়েছে। বিষয়টি ইউএনও ম্যাডামকে জানানোর জন্য তারা তাঁর(ইউএনও)কার্যালয়ে এসেছেন। যোগাযোগ করলে নান্দাইলের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) বাদল কুমার দত্ত
জানান,তাদের কলেজে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম ফিলাপ বাবদ ধরা হয়েছে ২৬২০ টাকা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি লাগবে,তবে কোচিং বাধ্যতামূলক করা হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজে গেলে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাজেদা বেগম জানান,কলেজের ফলাফল এতদিন ভাল ছিল কিন্তু গত বছর এইচএসসি’র ফলাফল খুব খারাপ হয়েছে। তাই কলেজ গভর্নিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষার্থী দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ক্লাস করতে হবে। তিনমাস অতিরিক্ত ক্লাসের জন্য ১৫০০ টাকা ফি ধরা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে আগামীকাল একটি বৈঠকে বসার কথা রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান,কলেজ অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কথা হয়েছে। অতিরিক্ত টাকা দাবির পিছনে কি যুক্তি আছে তা লিখিতভাবে উপস্থাপনের জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।