দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মারুফ ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিহাদ ইসলাম রিতুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব হাবিব সিকদার,ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম অনিক,পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সিদ্দিকী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমন সিদ্দিকী,আজগানা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাকিবুল ইসলাম সহ প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা,পৌর ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন,নারীদের যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং দেশের সকল হেনস্তাকারী ও ধর্ষকদের অতিদ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে।তারা আরো বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারনেই দেশের এই পরিস্থিতি।তাই বর্তমান সরকারের প্রতি আহ্বান রেখে বক্তারা বলেন,অতি দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করুন।
বক্তারা আরো বলেন, সম্প্রতি ঘটে যাওয়া উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক সহ যারা ঘটনার ধামাচাপা দিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকেই অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং ধর্ষককে ফাঁসি দিতে হবে।