পিরোজপুরের মঠবাড়ীয়ার তুষখালী ইউনিয়নের জানখালী বলেশ্বর নদীর পাশে কতিপয় অসাধু ব্যবসায়ী সাগর থেকে ধরে আনা হাংগোর (কামোট) মাছ শুটকি করন ও বাজার জাত করন ব্যবসা।প্রশাসনের নাকের ডগায় উক্ত ব্যবসা মৎস্য অফিসের কতিপয় অসাধু লোকের সাথে হাতাহাত করে চুক্তি ভিত্তিক চলিয়া আসিতেছে।
পরিবেশ রক্ষার আইন বহির্ভূত হাংগোর ধরা ও শুটকি করন নিশিদ্ধ থাকলেও আইনের তোয়াক্কা না করে মৎস্য অফিসের প্রকল্পের নিয়োজীত লোকের সাথে টাকা লেনদেন করে উক্ত ব্যবসা রমরমা চলিতেছে।
এদিকে বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে তিনিও তাদের সাথে যোগসাজস করে ব্যবসার অনুমতি সহ লেনদেনে জড়িত হচ্ছে।