ঢাকা সাভার আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ মার্চ মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। এর আগে ১০ মার্চ সোমবার সকালে আশুলিয়ায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মো. রাসেল (১৯)। সে ভোলার নবীনগরের বাসিন্দা শিশুটির দূরসম্পর্কের চাচা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে কাইচাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকে। কয়েকদিন আগে রাসেল তাদের বাসায় বেড়াতে আসে। শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করায় সকালে কর্মস্থলে চলে যান।
এ সুযোগে শিশুটিকে ধর্ষণ করে রাসেল। পরে বাসা ছেড়ে পালিয়ে যায়। আশুলিয়া থানার পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা মামলা করেছেন।
ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।