1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ পাবনায় ভুট্টাক্ষেতে মিলল ৭ বছরের কন্যা শিশুর মরদেহ জয়পুরহাট ও কালাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ কালাইয়ে যুব সমাজের নৈতিক অবক্ষয়ে কালাই জামায়াতে ইসলামীর যুব সমাবেশ

‎মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার, রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল মির্জাপুরে আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ফিরুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।ধর্ষণের ঘটনার ২৭ দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই আসামি ধর্ষণ মামলার মূল আসামি বলে জানা যায়। 

শনিবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে ধর্ষক ফিরুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

‎মির্জাপুর থানা পুলিশ জানায়, এর আগে ঘটনার ধামাচাপা দিতে বিচারে সহযোগিতা ও ধর্ষক ফিরুজ মিয়াকে পালাতে সহযোগিতা করায় ধর্ষক ফিরুজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেফতার করেও জেলহাজতে পাঠিয়ে দিয়েছে থানা পুলিশ।এই ঘটনায় এ নিয়ে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন।মামলার প্রধান আসামি ও ধর্ষক ফিরুজ মিয়াকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসা করা হলে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়।পরে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হলে টাঙ্গাইল কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

‎উল্লেখ্য, গত ২৭ দিন আগে ধর্ষণ করা হয় ১০ বছর বয়সের এক শিশুকে।বিষয়টি স্থানীয় মাতাব্বররা ১৭-১৮ দিন পর ঘরোয়াভাবে বসে বাকীতে মীমাংসা করেন বলে জানা যায়।পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।এলাকার মাতাব্বররা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রথমে মামলা করতে না দিলেও সর্বশেষ মাতাব্বরদের নামে সহ মামলা হয়েছে।

‎মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত দিয়ে বলেন,গ্রেফতার শেষে আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়ে জেলহাজতে পাঠানো হলে বিচারক ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।বাকী আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট