নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর গণহত্যা ও ভারতের জম্মু-কাশ্মীরে মুসলিম নিপীড়ন এবং মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে গালি প্রদানকারী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে সাধারণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার পরিষদ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোখলেছার রহমান, মুফতি মোহাম্মদ আসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামি সংস্কৃতিমনা ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তব্যে জাতিসংঘের প্রতি আহ্বান জানান অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর বর্বর গণহত্যার বন্ধে আহ্বান জানান। ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় ইসরায়েলের ব্যবহৃত সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।