1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে  বিক্ষোভ মিছিল নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বদলে গেল পুলিশের লোগো বাদ গেল নৌকা কাশিমপুরে বনের জমিতে ফ্যাক্টরি নির্মাণ,নজরদারি নেই বিট কর্মকর্তার গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বরগুনার বামনায় এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ  নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি, নিহত ২

স্বৈরাচারের আমলে দেশটা ছিলো মিনি কারাগার অধ্যক্ষ মোস্তফা কামাল

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ভোলা-০৪ (চরফ্যাশন- মনপুরা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বৈরাচারের আমলে দেশটা ছিলো মিনি কারাগার।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভোলার মনপুরা উপজেলায় সফরে এসে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার পালানোর জন্য মামা বাড়ি ছিলো। কিন্তু অন্য কোন দলের নেতাদের মামা বাড়ি নেই। তাই সাবধানতার সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জনগনের জন্য কাজ করে যেতে হবে।

মোস্তফা কামাল আরও বলেন, আগামী দিন হবে সুমহান ইসলামের। তাই আপনারা ইসলামের সুমহান দাওয়াত জনগনের কাছে কাছে পৌছে দিতে হবে।”

উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, এবং জেলা ওলামা বিভাগের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর।

মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন ফরাজীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্যাহ, চরফ্যাশন আইনজীবি সমিতির সেক্রেটারী অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা সামছুদ্দিন, হাফেজ মতিউর রহমান নিজামী, শ্রমিক কল্যান ফেডারেশন’র সভাপতি মাওলানা ইউনুছ সহ জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিবৃন্দ।

ইফতার মাহফিতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন, হাজীর হাট ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা জামাল উদ্দিন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, হাফেজ মোঃ যুবায়ের। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মকবুলিয়া হাফেজীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মান্নান।

এছাড়াও সকালে তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এক মহিলা সমাবেশে যোগদান করেন। ইফতার মাহফিল শেষে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট