ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ রবিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর বাজার মাঠ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক জালাল উদ্দিন, ঢাকা জেলা যুবদল সদস্য ইসতিয়াক আহমেদ ফারুক , ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান আলাল, ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন দেওয়ান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।