ফরিদপুরের বোয়ালমারীতে পৌর যুব জামায়াতের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা চাঁদাবাজিসহ সমাজের সকল অপরাধ প্রতিহত করতে কুরআনের আদর্শে যুবসমাজকে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, কুরআনের আদর্শ আজকে অবহেলিত ও পরাজিত। আমাদের দায়িত্ব হলো যুবকদের মাধ্যমে এই আদর্শকে বাস্তবায়ন করা, যেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।
পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, যুবকরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। আমরা চাইলে বোয়ালমারীতে অপরাধমুক্ত, আদর্শ সমাজ গড়ে তুলতে পারব।
পৌর যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান বলেন, “চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য যুবসমাজকে কুরআনের শিক্ষা অনুসরণ করতে হবে। নৈতিকতা ও আদর্শের ভিত্তিতেই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর জামায়াতের নায়েবে আমির আবু নাছির মোল্যা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. কামাল উদ্দীন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নূর মুহাম্মদসহ বিভিন্ন ওয়ার্ডের যুব নেতারা।
ইফতার মাহফিলে অংশ নেওয়া যুবকরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।