1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
ফায়ার সার্ভিস চালকের বিরুদ্ধে সৌর বিদ্যুৎ ও গাড়ির লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে আড়াই লাখ টাকার আত্মসাৎ সাভারের বিরুলিয়া ব্রীজ ফুড কোর্ট মার্কেটে চাঁদা দাবি, ভাংচুর ও মারপিটের ঘটনায় গ্রেফতার-১ নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন সড়ক দুর্ঘটনায় ১জন আনসার কমান্ডার নিহত ভুূরুঙ্গামারীতে আওয়ামীলীগের ইউপি নেতা গ্রেফতার সুবর্ণচরে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ ২ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মা আটক ‎সিনেমা স্টাইলে নিজের বিয়ে নিজেই ভাঙলেন ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ যৌক্তিক সময়েই এই সরকার প্রদক্ষেপ নিবে সুলতান সালাউদ্দিন টুকু

মনপুরায় চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১৭

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় দরিদ্রদের জন্য ১০ কেজি করে সহায়তার চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহতের খবর পাওয়া গেছে। 

রোববার (২৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার পরিষদ মাঠে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, জামায়াতে ইসলামী সমর্থিত মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির।

ইসলামী আন্দোল সমর্থিত-রাকিব, রাসেল, রাশেদ, কাউছার, নোমান।

বিএনপি সমর্থিত-নয়ন, সামছু, শাকিল, কামাল, মামুন, ইব্রাহিম, সুমন, নজরুল, হারুন দালাল।

আহতদেরকে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে তার হলেন মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির,রাকিব, রাসেল, রাশেদ, কাউছার, নোমান।

সংঘর্ষের খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নাসির উদ্দিন বলেন, সকালে আমরা হত দরিদ্রদের মাঝে চাল বিতরন করতেছিলাম। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমর্থকরা বৈষম্যবিরোধী মিছিল করে পরিষদের সামনে আসে। আমি তাদের সাথে কথা বলতে ছিলাম। কথা বলার মাঝে হঠাৎ হট্টগোল বাদে। এবং উপস্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর শুনে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তিতে আমরা চাল বিতরন অব্যাহত রাখি।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উক্ত ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট