জয়পুরহাটে কালাইয়ে যথাযোগ্য মর্যাদা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫মার্চ) সুুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়।
সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়।স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন,কালাই পৌরসভা, মুক্তিযুদ্ধ সংসদ, বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
কলেজ মাঠে এক কুচকাওয়াজে অংশ গ্রহন করেন পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন।
পরে সেখানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুনসুর রহমান, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমানসহ অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিমাই চন্দ্র ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সিরাজুল ইসলাম,কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,বীর মুক্তি যোদ্ধাগণ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।