জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পুনুট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার বাবা আশরাফ আলী ও মা’র হাতে এ উপহার পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম ইসলাম। রিতা আক্তার রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।