পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ঈদ আনন্দ ভাগাভাগির সময় দুর্ঘটনায় যেন একটি প্রানও অকালে না যায় সেজন্য উপজেলার বিভিন্ন রাস্তা ও মোরে দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী যোথবাহিনীর অভিযান পরিচালিত হয়।
(৩১শে মার্চ )ঈদের দিন দেবীগঞ্জ উপজেলার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ ও থানার অফিসার ইনচার্জ সোয়েল রানার দিকনির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন ও এস আই কমলেশ এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে।
অভিযান পরিচালনার সময় যুবকদের সাউন্ড বক্স সহ পিকআপে ঘুরাফেরা নিষেধ এর পাশাপাশি বিভিন্ন মাইক্রোবাস সহ অন্যান্য গাড়ির তল্লাশি করে এবং মোটরসাইকেল এর লাইসেন্স সহ হেলমেট বিহীন গাড়ি পরিচালনায় নিষেধ সহ আর্থিক জরিমানা করে। যার ফলে দূর্ঘটনায় কবলিত মৃত্যুর হার শুন্য কোটায় নেমে আসে। যৌথ বাহিনীর সদস্যরা নিজেদের ঈদ কে বিসর্জন দিয়ে জনসাধারণের পাশে থাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের ধন্যবাদ জানায় ।