1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
ফায়ার সার্ভিস চালকের বিরুদ্ধে সৌর বিদ্যুৎ ও গাড়ির লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে আড়াই লাখ টাকার আত্মসাৎ সাভারের বিরুলিয়া ব্রীজ ফুড কোর্ট মার্কেটে চাঁদা দাবি, ভাংচুর ও মারপিটের ঘটনায় গ্রেফতার-১ নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন সড়ক দুর্ঘটনায় ১জন আনসার কমান্ডার নিহত ভুূরুঙ্গামারীতে আওয়ামীলীগের ইউপি নেতা গ্রেফতার সুবর্ণচরে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ ২ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মা আটক ‎সিনেমা স্টাইলে নিজের বিয়ে নিজেই ভাঙলেন ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ যৌক্তিক সময়েই এই সরকার প্রদক্ষেপ নিবে সুলতান সালাউদ্দিন টুকু

ভোলার মনপুরায় সাঁকো যেনো মরন ফাঁদ

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ভোলা জেলার মনপুরা উপজেলার  চর ফৈয়জুদ্দিন গ্রামের  ৭ নং ওয়ার্ড এর প্রায় ২ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়  হয় গাছের সাঁকো। সাঁকো পার হয়ে গিয়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। গ্রামের হত দরিদ্র  কৃষকের কষ্টে ফলানো সোনালী ফসল তুলে আনার সময় অসংখ্য দুর্ঘটনার শিকার হন কৃষকরা। পশ্চিমে ওবদার বেড়ি থেকে পূর্বে  আবহাওয়া পর্যন্ত কয়েক শত হেক্টর  জমিতে চাষাবাদ হয় এ সকল জমির ফসল নেওয়ার একটি মাত্র পথ এই সাঁকো। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীরা যেতে পারেন না বিদ্যালয়ে। ছোটছোট শিক্ষার্থীরা বর্ষার মৌসুমে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির সামিয়া বলেন, “আমরা স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে বই খাতা খালে পড়ে যায়, সাঁকো পার হতে আমাদের ভয় লাগে।সরকারের কাছে আমরা  একটি ব্রিজ চাই।”

দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ  শ্রেণির তানিয়া বলেন,বর্ষাকালে স্কুলের যাওয়ার সময় খালে পড়ে বই ভিজে যায়।”

ফারুক বলেন, ব্রিজ না থাকায় চর ফৈজউদ্দিন  গ্রামের বাসিন্দারা ও দুই পাড়ে অবস্থিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতসহ সাধারণ মানুষের চলাচলের ও মালামাল আনা-নেওয়া,  রোগীদেরকে হাসপাতালে নেওয়া ছোট ছোট শিক্ষার্থীদের ও চরম দুর্ভোগ পোহাতে হয়। গ্রামটি উপজেলার এক পাশে হওয়ায় জনসাধারণকে আবহাওয়া অফিস এর পাস দিয়ে বাধেরহাট এর  সড়ক দিয়ে পায়ে হেঁটে অথবা অটোরিক্সায় প্রায় ৪ কিলোমিটার ঘুরে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়।

এ ছাড়া তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজার জাতকরণে চরম দুর্ভোগে পড়তে হয়। সাঁকো পারাপারে প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট খাট দুর্ঘটনা।

চর ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  মাওলানা আ: শহিদ বলেন,” মাঝে মধ্যে সাঁকো ক্ষতিগ্রস্থ হলে শিক্ষার্থীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়,বর্ষার সময় আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারেনা এই যেন সাঁকো যেন মরন ফাঁদ।

বহুমুখী ইসলামি নুরানি মাদ্রাসার মোহতামিম মাওলানা নেছার উদ্দিন বলেন,”সাঁকো থেকে পড়ে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থীর হাত পা ও ভেঙ্গেছে  ব্রিজ হলে শিক্ষার্থীরা নিরাপদে মাদ্রাসায় আসতে পারবে ।

চর ফৈজউদ্দিন  গ্রামের কৃষক বাবুল সর্দার বলেন, চরফৈজউদ্দিন গ্রামের ৭ নং ওয়ার্ড এর বাঁধেরহাট এর পশ্চিমের ওয়াবদা’র বেড়ির সাথে  ওয়াবদার খালের উপর ব্রিজ না থাকায় কৃষকেরা কৃষিপণ্য মাথায় করে ঝুঁকি নিয়ে গাছের  সাঁকো পার হয়।

স্থানীয় বাসিন্দা ফারুক বলেন,আমাদের এই এলাকায় প্রায় ১২০০ পরিবার বসবাস করে। আমাদের চলাচলের একমাত্র পথ হলো এটি এখানে ব্রিজ না থাকায় আমরা ২৮ টি খুটি সাথে ১৪ টি বড় বড় গাছ ঝুলিয়ে একটি সাঁকো গ্রামবাসীর সহযোগীতায় তৈরি করেছি। এই সাঁকো দিয়ে ছোট পোলাপান, অসুস্থ মহিলা, এবং আমাদের  কৃষি মালামাল নিয়ে যাতায়াত করতে পারিনা। তাই আমাদের প্রাণের দাবি এখানে একটা ব্রিজ হলে ২ হাজার মানুষের উপকার হবে।

৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জাফর মেম্বার বলেন, “সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ১৫/১৬ মাস আগে উপজেলা পরিষদে আবহাওয়া অফিসের পশ্চিম পাশের ওয়াবদার বেড়ির সাথে একটা ব্রিজ করার জন্য প্রস্তাবনা পাঠান। এখন সেই প্রস্তাবনার কি অবস্থা সেটা আমরা জানিনা।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “আমাদের কাছে যদি এই ব্রিজ টির জন্য  কোন লিখিত আবেদন আসে তাহলে আমরা যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষের নিকট  প্রেরন করে ব্রিজটি করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট