1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ পাবনায় ভুট্টাক্ষেতে মিলল ৭ বছরের কন্যা শিশুর মরদেহ জয়পুরহাট ও কালাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ কালাইয়ে যুব সমাজের নৈতিক অবক্ষয়ে কালাই জামায়াতে ইসলামীর যুব সমাবেশ মোস্তাফিজুর রহমান সেলিম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান -অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল

তরমুজ দেয়ার কথা বলে ডেকে নিয়ে সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

তালতলী (বরগুনা) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

তরমুজ দেয়ার কথা বলে নাসির হাওলাদার  সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুল ছাত্রী এমন অভিযোগ করেছে। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য প্রভাবশালী একটি মহল চেষ্টা চালাচ্ছেন।

প্রভাবশালীদের ভয়ে এ ঘটনা আইনী ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। তারা পুলিশ প্রসাশনের কাছে আইনী সহায়তা দাবী করেছেন। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে বৃহস্পতিবার সকালে।

জানাগেছে, উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের সপ্তম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীকে তরমুজ চাষী নাসির হাওলাদার তরমুজ দেওয়ার কথা বলে ডেকে ঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিল না। এ সুযোগে স্কুল ছাত্রীকে ঘরের ডেকে নিয়ে কাপড় চোপড় ছিড়ে ধর্ষণ চেষ্টা চালায়। কিন্তু স্কুল ছাত্রী ওই লম্পটের হাতে কামড়ে দিয়ে পালিয়ে আসে।

এসে বিষয়টি কি শিশুটির মাকে জানান। এ দিকেএ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ভুক্তভোগী পরিবারকে আইনী ব্যবস্থা না নিতে চাপ প্রয়োগ করেছেন। তারা প্রভাবশালীদের ভয়ে আইনী ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগী পরিবার আইনী সহায়তার জন্য প্রশাসনের সহায়তা চাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চরিত্রহীন লম্পট নাসির বিভিন্ন সময় নারীদের কুপ্রস্তাব দিয়েছেন। ওর পিছনে রাঘব বোয়ালরা রয়েছে তারা চায়না মেয়েটি বিচার পাক। আমরা ওই লম্পট এর কঠিন বিচার চাই।

স্কুল ছাত্রী বলেন, তরমুজ দেয়ার কথা বলে নাশির হাওলাদার আমাকে ঘরে ডেকে নেয়। আমি ঘরে ওঠা মাত্রই তিনি আমাকে ঝাপটে ধরে এবং আমার পরিধানের কাপড় চোপর ছিড়ে ফেলে।  আমি ডাক চিৎকার দিলে তিনি আমাকে ছেড়ে দেয়। আমি ওই নাশির হাওলাদার শাস্তি দাবী করছি।

স্কুল ছাত্রীর মার অভিযোগকরে বলেন, ঘটনার পরপরই আমাকে স্থানীয় প্রভাবশালীরা আইনী ব্যবস্থা নিতে দেয়নি। তারা শালিস ব্যবস্থার নামে আমাকে হয়রানী করছি। আমি পুলিশ প্রশাসনের কাছে আইনী সহায়তা দাবী করছি। তিনি আরো বলেন, প্রভাবশালীদের চাপে আমি থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছি না। নাসির হাওলাদার আমার মেয়ের সর্বনাশ করেছে।  আমি নাসির হাওলাদারের কঠিন শাস্তি দাবী করছি।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট