টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন আখি মন্ডল (২৬) নামে এক নারী। তবে ৪ সন্তানের মধ্যে গর্ভেই একজনকে মৃত অবস্থায় পান চিকিৎসক। জীবিত শিশুদের মধ্যে একটি ছেলে ও দুটি কন্যা শিশু।
রবিবার (৬ এপ্রিল) গতকাল রাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই চার শিশুর প্রসব করান হাসপাতালটির গাইনি বিভাগের আবাসিক সার্জন ডাঃ মেহেরুন নেছা।
আরো জানা গেছে, আখি মন্ডল জেলার বাসাইল থানার যৌতুকি কাঞ্চনপুর গ্রামের রতু সরকারের স্ত্রী। ১২ বছরের দাম্পত্য জীবন তাদের। সংসারে তাদের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া আরেকটি কন্যা সন্তান রয়েছে। রবিবার রাতে প্রসব ব্যথা নিয়ে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি হন আখি মন্ডল। রাতেই তার সিজারিয়ান অপারেশন করানো হয়।
শিশুদের বাবা রতু সরকার বলেন, আমি খুব দুঃচিন্তায় ছিলাম। কয়েকটি ক্লিনিকে গিয়েছি কিন্তু তারা সাহস পাননি। বর্তমানে শিশু ও তাদের মা ভালো আছে। তাদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
ডাঃ মেহেরুন নেছা বলেন, গড়ে পাঁচ লাখ বারো হাজার গর্ভধারণে এটি একবার ঘটে। এ ধরনের অবস্থা মা ও চিকিৎসকের জন্য একটি চ্যালেঞ্জ। আল্লাহর অসীম রহমতে সফলভাবে কাজটি করতে পেরেছি। তবে একটি শিশু গর্ভেই মৃত অবস্থায় ছিল।