নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলী গণহত্যা, মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে ও ইসরায়েলী পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল (শুক্রবার) জুম্মার নামাজের পর উপজেলার শিবপুর বাজারে ‘শিবপুর বাজার তাফসীর মাহফিল কমিটি ও অত্র এলাকার তাওহীদি মুসলিম জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর জামে মসজিদের ইমাম নওশাদ আলী, বাঐচন্ডী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল সাত্তার টুটুল, প্রভাষক আব্দুল হাই; আল মামুন, নাসিম, নুহু, রবিউল, নূর মোহাম্মদ, এরশাদ আলী বাবুসহ আরো অনেকে।
বিক্ষোভ মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা শিবপুর বাজার মসজিদের সামনে একত্রিত হয়ে গণহত্যা বন্ধের দাবি ও দেশবাসীকে ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানন।