ঢাকা সাভার থেকে গোয়েন্দা পুলিশের অভিযানে ৭৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সিরাজ উদ দৌলাহ সংগীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটে সাভার মডেল থানার গেন্ডা এলাকা হতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, বগুড়া জেলার ধুপচাছিয়া থানার চানরুল গ্রামের হারুন এর ছেলে ছোটন ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীরসিংহ গ্রামের আবুল কালাম এর ছেলে জীবন। উক্ত আসামীদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।