1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ পাবনায় ভুট্টাক্ষেতে মিলল ৭ বছরের কন্যা শিশুর মরদেহ জয়পুরহাট ও কালাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ কালাইয়ে যুব সমাজের নৈতিক অবক্ষয়ে কালাই জামায়াতে ইসলামীর যুব সমাবেশ মোস্তাফিজুর রহমান সেলিম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান -অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল তালতলীর কড়াইবাড়িয়া বাজারে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই  মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে ফসলি জমি

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে ফসলি জমি। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি) ও ভূরুঙ্গামারী থানার ওসি বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইকেরছড়া গ্রামের জনৈক মজনু মিয়া গং এর ছোট পুকুর থেকে ড্রেজার মেশিন  দ্বারা বালু উত্তোলন করছে। এতে আশপাশের  চাষাবাদ ও  ফসলসহ জমি পুকুর ভেঙ্গে পড়েছে এবং গছিডাঙ্গা কুড়ার পাড় হতে পাইকেরছড়া ০১নং ওয়ার্ড আদর্শ মোড় পর্যন্ত রাস্তার কাজ নির্মান চলছে। ড্রেজার মেশিন দ্বারা এই বালু উত্তোলণ করলে ফসলী জমি ও রাস্তা উভয়ই পুকুরে ভেঙ্গে পড়ার সম্ভাবনা আছে। বর্তমানে সেই পুকুর থেকে মাটি উত্তোলণ বাঁধা দিলে তারা বিভিন্ন ভাবে হুমকি ও ভয়-ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এলাকাবাসী রমিচ উদ্দিন, রানা, শের আলী, আরফান আলী, মানিক উদ্দিন ও আনোয়ার জানান, এটি চর এলাকা। আর চরের মাটি বেশি শক্ত নয়। তাই এই পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটির গভীর থেকে  বালু উত্তোলন করলে বিস্তীর্ণ এলাকার মাটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সরেজমিনে তদন্ত পূর্বক উক্ত ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোড় দাবী জানান তারা।

এবিষয়ে পুকুরের মালিক দাবীকারি মজনু মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট