টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। পহেলা বৈশাখ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পান্তা ভাতের উৎসব।
১৪ এপ্রিল (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া এবং সাধারণ সম্পাদক এস.এম মহসিন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। নতুন বছরকে বরণ করে নিতে মির্জাপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।