পহেলা বৈশাখ নিজস্ব জাতিসত্তার সংস্কৃতি। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। দিনটি সকলের জন্য হোক আনন্দময় বর্ণিল নিরাপদ এবং স্বস্তির। পহেলা বৈশাখ এমন এক উৎসবের নাম যে উৎসবে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ সমানভাবে অংশ নিতে পারে। এতদুভয়ের বিভেদ কমে গিয়ে এক সারিতে দাঁড়াতে পারে। এন বি এস গ্রুপের পক্ষ থেকে দেশবাসীর সকলকে সুখী সমৃদ্ধশালী জীবন যাপনের অফুরন্ত প্রত্যাশা।