পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে ‘ডে কেয়ার সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৯ এপ্রিল) বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামের ২য় তলায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক সাবেত আলী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার(ভূমি) ফুয়াদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার কর্মজীবি মা ও তাদের সন্তানের সুবিধার কথা মাথায় রেখে জেলা প্রশাসন পঞ্চগড় এর অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে ৬০০ স্কয়ার ফুটের ২ কক্ষ বিশিষ্ট এ ডে কেয়ার সেন্টারে শিশুদের জন্য রয়েছে বড় ও ছোট মিলিয়ে ১১০টি খেলনা ও বিশ্রামের জায়গা।
এসময় আগত অতিথিদের মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন উপজেলা সাংস্কৃতিক পরিষদের শিশুরা।