নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২এপ্রিল) বিকেলে রসুল ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের আক্কেলপুর মমদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী।
সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাইরুজ্জামান ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা চৌধুরী (বাদশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. আইনুর রহমান, নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সূজা, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনজুর রহমান,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, যুবদল নেতা এমদাদুল হক (কাফি), সাবেক ছাত্রনেতা চৌধুরী তানভীর আহমেদ,যুবদল নেতা সালাউদ্দিন সিরাজী (পলাশ),বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক এইচ এম আসাদুজ্জামান সবুজ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান (মাসুদ), নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, ছাত্রনেতা মাহমুদুল হাসান (ডালিম), নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ চন্দ্র মাহাতো সহ আরো অনেকে। সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. জিয়াউর রহমান।
এ সময় বক্তারা বিএনপি’র ৩১ দফা তুলে ধরে, নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।