কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারা দেশের ন্যায় এসএসসি ২০২৫ সালের পরিক্ষা শুরু হয়েছে।তার ই ধারাবাহিকতায় ২১ এপ্রিল সোমবার সকাল, ১০ টায় শুরু হবে গণিত পরিক্ষা। এদিকে ছিট পাইকের ছড়া মাধ্যমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী মোছা: ববিতা খাতুন এর (১৭) প্রসব বেদনা উঠে।পরিক্ষার্থী ও অভিভাবক পরে যায় দোটানায় এক দিকে পরিক্ষা অন্য দিকে একি সময়ে প্রসব বেদনা। পারিবারিক সিদ্ধান্ত হয় প্রসব বেদনা নিয়ে পরিক্ষা অংশগ্রহণ করবে ।
পরিক্ষা শুরু হলে প্রসব বেদনা আরও ভারি হয়ে ওঠে।অনেক ব্যাথা সহ্য করে সোনাহাট পরিক্ষা কেন্দ্র থেকে পরিক্ষা শেষ করে দুপুর ১ টায় পরিক্ষা কেন্দ্র থেকে বের হয়েই উপজেলার পাইকের ছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণকেন্দ্রে ১:১৩ মিনিটে মিনিটে পৌছায়। সেখানে দক্ষ ডেলিভারি টিমের সহযোগিতায় ১:৩০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তান জন্ম গ্রহন করলে সেখানে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত সকলের। কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বলেন মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
নবজাতকের মা ববিতা উপজেলা পাইকেছছরা ইউনিয়নের ছিট পাইকেছছরা গ্রামের ফজলুল হকের স্ত্রী।
প্রসূতি মা ও তার পরিবার নরমাল ডেলিভারির দায়িত্ব রত সকলকেই ধন্যবাদ জানিয়ে বলেন এরকম প্রচেষ্টা যদি সব ক্লিনিকে করা হতো তাহলে সকল গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারির মাধ্যমে মা হতে পারতেন।
পাইকের ছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ও কল্যাণকেন্দ্রে নরমাল ডেলিভারির সময় উপস্থিত হয়ে সম্পূর্ণ সহযোগিতা করেছেন মোছা: সিরিয়া খাতুন পরিবার কল্যাণ সহকারী, মোছা: জেমি আক্তার মিডওয়াইফ,চম্পা রায় মিডওয়াইফ,মোছা: লায়লা ইয়াসমিন পরিবার কল্যান পরিদর্শিকা, আরো উপস্থিত ছিলেন মো: আব্দুল্লাহ আল বাকী ফার্মাসিস্ট, মো: তৌহিদুর রহমান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। ফার্মাসিস্ট মো: আব্দুল্লাহ আল বাকী বলেন আমাদের এই ডেলিভারি সেবাটি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং অব্যাহত থাকবে।উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো:তৌহিদুর রহমান বলেন মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে এমসিএইচ ইউনিটের আওতায় আমরা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছি, তবে আজকে একটি ব্যতিক্রমধর্মী নরমাল ডেলিভারির সাক্ষী হতে পেরে সত্যি অনেক আনন্দ লাগছে ।
উল্লেখ্য থাকে যে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের সার্বিক সহযোগিতায় ইউএনএফপিএ এর কারিগরি সহযোগিতায় SRMNCAH প্রজেক্টের আওতায় কুড়িগ্রাম জেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই সেবাটি চালু রয়েছে।