লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের ঠাওদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২১ এপ্রিল) রাতে আহত আমেনা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার তারা হামলার শিকার হন।
আহতরা হলেন- আবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা আব্দুল মজিদ, তার মেয়ে আমেনা আক্তার ও কলেজছাত্রী তানজিনা আক্তার।
মামলায় অভিযুক্তরা হলেন- তছলিম উদ্দিন ও তার ছেলে সুমন, মাসুম, মারুফ এবং ঝুমুর, কাঞ্চন, আরজু, শিউলি আক্তার ও মিম। তারা একই বাড়ির বাসিন্দা।
মামলার বাদী আমেনা আক্তার বলেন, আমাদের ওপর একের পর এক অত্যাচার-নির্যাতন হচ্ছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আসামিরা হুমকি দিয়ে যাচ্ছে, মামলা করলে আমাদের হত্যা করবে, এর ভিডিও রেকর্ড আছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।