টাঙ্গাইলের সখিপুরে দশম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৮) যৌন হয়রানি করে ঘটনা ধামাচাপা দিতে তার মা-বাবাকে গুম-খুনের হুমকি দেয়ার অভিযোগ তুলে এর বিচার চেয়ে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা মানববন্ধন করেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ গ্রামের আদানী মাজারপাড় এলাকায় এ মানববন্ধন করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জ্বল দেওয়ান (৪০)। তিনি কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদগ্রামের হেলাল দেওয়ানের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন পদে কর্মরত। তিনি বর্তমানে দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা লাল মাহমুদ খান গত ২০ এপ্রিল উজ্জ্বল দেওয়ান ও তার পরিবারের আরো তিন সদস্যের নামে সখিপুর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেলে উজ্জ্বল দেওয়ান তার এক বছরের সন্তানকে কোলে নিয়ে প্রতিবেশী লাল মাহমুদ খানের বাড়িতে গিয়ে তার মেয়েকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে উজ্জ্বল দেওয়ান ও তার পরিবারের লোকজন ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী ও তার স্বজনদের নির্যাতন ও হত্যার হুমকি দেন।
এ বিষয়ে বগুড়া ক্যান্টনমেন্টও অভিযোগ দেয়া হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে।
বক্তব্য নিতে অভিযুক্ত উজ্জ্বল দেওয়ােনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাইনি। কারণ এ ঘটনার কোনো সাক্ষী নেই। আমার কাছে মনে হয়, পূর্ব কোনো শত্রুতার জেরে তারা এমন অভিযোগ করতে পারে। তদন্ত রিপোর্ট আমার উর্ধতন কর্মকর্তার কাছে পাঠিয়েছি।