ধামইরহাটে মশার আক্রমন বেড়ে যাওয়ায় পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন জোরদারকরণ কর্মসুচি শুরু করা হয়েছে।
২৬ এপ্রিল শনিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে মশার উৎপত্তিস্থলে ফগার মেশিনে ওষুধ স্প্রে করে এ জোরদারকরণ কর্মসুচির উদ্বোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোসা. জেসমিন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে এ কর্মসুচির আয়োজক পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সজল কুমার মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার এ টি এম ফসিউল আলম, পৌরসভার অফিস সহকারি মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সজল কুমার মন্ডল জানান, চলমান কর্মসুচির অংশ হিসেবে পৌরসভার ৯ ওয়ার্ডে মশা নিধন ও মশার লার্ভা বিস্তারে উৎপত্তিস্থলে ওষুধ স্প্রে করে মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে পর্যায়ক্রমে ওষুধ স্প্রে করা হবে।