পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় অথাৎ ২৯৯ টি মন্ডপে দশমি পর্যন্ত অর্থাৎ পূজা শেষ নেওয়া পর্যন্ত প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে ।
পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দিতে মাঠে সক্রিয় জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সেই সঙ্গে আছে বাংলাদেশ সেনাবাহিনী , সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও আনছার সহ অন্যান্য দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ২৯৯টি মণ্ডপে চলছে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা ।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সপ্তমীর রাতে মন্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুধাবন ও মন্ডবের পূজারী সহ অন্যান্য সকলের সাথে মতবিনিময়ের জন্য মন্ডপ গুলোতে ঘুরে বেড়ান – পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী , জেলা পুলিশ সুপার পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ রুনা লায়লা , উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত )দেবীগঞ্জ তুরাব হোসেন , দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তাগণ।
পরিদর্শন কালে মন্ডপের সভাপতি সম্পাদক দের সাথে সার্বিক বিষয়ে কথাবার্তা বলেন এবং মন্ডপে সনাতন ধর্মাবলম্বী সকল মানুষদের নির্বিঘ্নে পূজা পালনের জন্য আশ্বস্ত করেন ।