1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নারীকে শ্লীলতহানি ও মারধরের মামলায় বাঁধন গ্রেফতার, পিস্তল ওসমান পলাতক মির্জাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা নিয়ামতপুরে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত মধুপুর ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল ফোন কিনলেন মা, উদ্ধার করল পুলিশ গাজীপুরের কাশিমপুরে ব্যাটারি ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ভূরুঙ্গামারীতে জামায়াতের সূধী সমাবেশ অনুষ্ঠিত  আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক

মির্জাপুরে আমির খসরু দানবীর রণদা প্রসাদ সাহা’র পূজা মন্ডপ পরিদর্শন

টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

শনিবার (১২ অক্টোবর) বিকেলে আমির খসরু, স্থায়ী কমিটির সদস্য (বিএনপি) টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা’র পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এই ভি,আই,পি অতিথি আমির খসরু, স্থায়ী কমিটির সদস্য (বিএনপি ) শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় কুমুদিনী কমপ্লেক্সে আসেন সেখানে উপস্থিত ছিলেন:
আবুল কালাম আজাদ সিদ্দিকী, (সাবেক এমপি)শিশু বিষয়ক সম্পাদক, নির্বাহী কমিটি, বিএনপি)
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে , বাজার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, বহু মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে, জীবন যাত্রার মান কমে গেছে এবং এইটা অব্যাহত আছে। এখানে পরিবর্তন আনতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে হবে। গত ১৫-১৬ বছর দেশে গণতন্ত্র না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন যে , যত কম সময়ের মধ্যে সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা প্রচলিত করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে যার মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
সেখানে আরো উপস্থিত ছিলেন:
হাসানুজ্জামান শাহিন , জেলা বিএনপি, (সভাপতি) ফরহাদ ইকবাল , জেলা বিএনপি, (সাধারণ সম্পাদক) এডভোকেট আব্দুর রউফ , ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা, (বিএন পি) এসএম মহসিন, মির্জাপুর পৌর বিএনপি (সাধারণ সম্পাদক) মোঃ রমজান আলী মিয়া মির্জাপুর পৌর বিএনপি (সাংগঠনিক সম্পাদক) মোঃ ইবাদুল ইসলাম সিকদার, মির্জাপুর পৌর যুবদল (সদস্য সচিব) মোঃ ফরিদ মিয়া, (সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক)
সেখানে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস ও কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক লিটন তাদের স্বাগত জানান ।

অতিথিরা কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের গেট হয়ে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপে যান। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান।

এরপরে অতিথিরা দানবীর রণদা’র বাড়িতে জলযোগ শেষে রণদা’র পূজা মণ্ডপে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।
মহানবমীতে দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গামণ্ডপের সামনে ভক্তদের প্রচুর সমাগম ঘটে।
বিকেল ৪টার পর থেকে উপজেলা সদরের প্রত্যেক রাস্তা বা সড়কে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। অনেক ভক্ত পূজার প্রথমভাগেই দূরের মণ্ডপগুলোর প্রতিমা দর্শন শেষ করে নিজেদের বাড়ির পূজা উপভোগ করেন।
উল্লেখ্য বিষয় হচ্ছে যে , এ বছর মির্জাপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১৪ ইউনিয়নে ২০৭ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। অন্য বছরের চেয়ে এ বছর নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার লক্ষ করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট