1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে  বিক্ষোভ মিছিল নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বদলে গেল পুলিশের লোগো বাদ গেল নৌকা কাশিমপুরে বনের জমিতে ফ্যাক্টরি নির্মাণ,নজরদারি নেই বিট কর্মকর্তার গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বরগুনার বামনায় এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ  নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি, নিহত ২

বিরামপুরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

দিনাজপুর বিরামপুরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে অবহিতকরণ সভা বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আরম্ভ হয়। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত কিশোরীদেরকে জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাদের এই টীকা গ্রহণ করতে হবে,তারা হলেন।

৫ম থেকে ৯ম শ্রেণি বা সমমানে অধ্যায়নরত সকল ছাত্রী। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর (যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয়।) এইচপিভি টিকার ১টি ডোজ দিতে হয়। এই টিকাটি ইনজেকশনের মাধ্যমে বাহুর উপরে বহিরাংশের মাংসপেশিতে দিতে হয়। বাংলাদেশ এইচ পিভি টিকা কার্যক্রম আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। পঞ্চম থেকে নবম শ্রেণী বা তার সমমানের ছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এইচপিভি টিকা দেওয়া হবে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর। টিকা পেতে আগ্রহী সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম এ অবহিতকরণ সভা হয়ে থাকে। জরায়ু মুখ ক্যান্সারের লক্ষণ গুলো হল অতিরিক্ত সাদা স্রাব,অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তচাপ,মাসিক পুরোপুরি বন্ধ হওয়ার পর পুনরায় রক্তপাত, দুর্গন্ধযুক্ত স্রাব,শারীরিক মিলনের পর রক্তপাত,তলপেট/ উরুতে ব্যথা। কারা বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে

বাল্যবিবাহ,ঘন ঘন সন্তান প্রসব, অনিরাপদ শারীরিক মিলন,একাধিক যৌনসঙ্গী,ধূমপায়ী,স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী,যে সকল নারী প্রজনন স্বাস্থ্য এবং পরিছন্নতা সম্পর্কে সচেতন নন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেন না তাদের এই ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে জানা যায়। এইচপিভি একটি যৌনবাহিত ভাইরাস।
এটি জননাঙ্গে আঁচিল ও জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টি করে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই ক্যান্সারের সবচেয়ে বেশি নারী প্রাণ হারান। বাংলাদেশে প্রতি এক লক্ষ নারীদের মধ্যে ১১ জন জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতিবছর প্রায় ৪,৯৭১ জন নারী মৃত্যুবরণ করেন।

এছাড়াও উপস্থিত সকল শিক্ষিক ও শিক্ষিকাগণের মধ্যে প্রশ্ন উত্তর পর্বে অনেক কথাই উঠে আসে। অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল রাখি আবাসিক মেডিকেল অফিসার তাহাজুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী,

বিরামপুর থানা (ওসি) তদন্ত মোঃ মমিনুল হক,বিরামপুর প্রেসক্লাব আহবায়ক শাহ আলম মন্ডল সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্হানীয় উপজেলা সমন্বিত অনেক উচ্চমাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন

উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আরও বলেন,জরায়ু মুখের ক্যান্সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরী ও তরুণীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। মেয়েদেরকে ভ্যাকসিন নিতে উদ্ধুদ্ধ করতে হবে। বাল্য বিবাহ বন্ধ এবং মহিলাদের যাতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বিবাহ হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে এদেশে জরায়ু মুখের ক্যান্সার নিমূল করা সম্ভব হবে। জরায়ু ক্যান্সারের টীকা বিষয়ক নিয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ব্যাপক আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট