পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আঃ কাইউম এর সভাপতিত্বে W.H.P এর আয়োজনে ও সঞ্চালনায় মঠবাড়ীয়া উপজেলা টিটিসি হলে এক কর্মশালা অনুষ্ঠীত হয়।
অনুষ্ঠানে W.H.P জানান মঠবাড়ীয়া উপজেলার ৩ টি ইউনিয়নে রিমেল পরবর্তী ক্ষতি গ্রস্থ ১০ টি প্রকল্প রাস্তা মেরামত ও সংস্কারের কাজ সমাপ্ত করা হবে।
ঝুকিপুর্ন প্রকল্পগুলো চিহ্নিত করে একটা পরিকল্পনা প্রনয়ন করতে হবে।
তিনি আরো বলেন, আমরা সুন্দর ও স্বাভাবিক একটা দেশ চাই। যেখানে ধনী গরীবের কোনো ভেদাভেদ থাকবেনা, আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশ কে এগিয়ে নিয়ে চাই।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা সিপিপি প্রতিনিধি উপস্হিত ছিলেন। তিনি বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে যে যারা যায়গা থেকে দূর্নীতি থামাতে হবে। দেশের জনগণ কে আরো সোচ্চার হতে হবে দূর্নীতির ব্যপারে।