ঢাকাস্থ কাঠালিয়া কল্যাণ সমিতির আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল এ সময় তিনি বলেন,গত ৫ই আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনরে মধ্যে দিয়ে যে একটি সংকটময় মুহুর্তের সৃষ্টি হয়েছিলো সেই সময়ে কাঠালিয়া অত্যান্ত শান্ত পরিবেশ বিরাজ করায় তারা আমার প্রতি সন্তেষ্ট হয়ে আমার নেতৃত্বের প্রতি আমাদের দলের নেতা কর্মিদের প্রতি সন্তেষ্ট হয়ে এ সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানের ব্যানারে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর সহ নেতৃবৃন্দের নাম ও মঞ্চে আসন না থাকায় বিএনপির নেতা-কর্মীদের মাঝে মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে বিএনপির কোন নেতা মঞ্চে ওঠেনি এবং অনেক নেতৃবৃন্দ সমাবেশ বর্জন করেন।
সংগঠনের সভাপতি মোঃ শামীম সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ কাঠালিয়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ আকন, সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাদশা, মোঃ মহারাজ জমাদ্দার, ঝালকাঠি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহিব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপাতি অ্যাডভোকেট মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোঃ নাসিম আকনসহ আরো অনেকে।
অন্যান্যের বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (একাংশ) কাঁঠালিয়া শাখার সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন নিউটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, মো. নিজামুল ইসলাম, মো. ইব্রাহীম খলিল প্রমূখ।