বামনা উপজেলার ডৌয়াতলার একমাত্র ভূমি অফিস সংলগ্ন পুকুর দীর্ঘ দিন ধরে অবহিত অবস্থায় পরে ছিল।
বামনা বিডি ক্লিন ও ডৌয়াতলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে (২০ অক্টোবর) সকাল (৯) সময় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
বামনা বিডি ক্লিন এর সদস্যরা জানায়, কথায় না কাজে প্রমাণ, পরিচ্ছন্ন রাখি বাংলার স্থান সবার জন্য উদাহরন,আসুন গড়ি সুন্দার জীবনযাপন।
পুকুর টিকে পরিস্কার পরিচ্ছন্নতা করায় বামনা ভিডি ক্লিন কে ধন্যবাদ জানায় ডৌয়াতলা ইউনিয়ন বি এন পির সদস্য সচিব ও প্যানেল চেয়ারম্যান- মোঃ আবু ছালে হাওলাদার।
এবং ইউনিয়ন বি এন পির আহবায়ক মোঃ রাশেদ খান মামুন বলেন আজ যা করে দেখিয়েছে বিডি ক্লিন এর সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা এটা একটি প্রশংসনীয় কাজ আমি ছাএদের পাসে থাকবো ইনশাআল্লাহ।