গতকাল শনিবার(৩০শে নভেম্বর) বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার আয়োজনে সকাল ১১টায় নীলফামারী প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুল বারি। আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয।
সম্পাদক হামিদার রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নীলফামারীপ্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক,নুর আলম, প্রচার প্রকাশনা সম্পাদক, নাছির উদ্দিন শাহ মিলন,
ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম সানবীম।
কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার,সৈয়দপুর উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি পারভেজ,
সভায় বাংলাদেশ প্রেসক্লাবের ছয়টি উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সহ-সভাপতি ও নীলফামারী জেলার সভাপতি জনাব আব্দুল বারী পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখা কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।