টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বিথী বেগম নামে একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী মহিলা নিহত হয়েছে।
দুপুর ২টার সময় মির্জাপুর বাইপাস ফ্লাই ওভারের দক্ষিণ পাশে সিঙ্গেল রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায় যে, নিহত বিথী বেগম (৩৫)
মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানি গ্রামের মোঃ ময়নাল হক সাহেবের মেয়ে পারিবারিক সূত্র থেকে জানা যায় যে, নিহত বিথী বেগমের বাসা থেকে বের হয়ে পরিবারের লোকজন নিয়ে জমি দেখার উদ্দেশ্যে ত্রিমোহন এলাকায় যায়। সেখান থেকে বাসা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সে মারা যায়।
অপরদিকে বাকি তিনজন গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে, আহত ব্যক্তিদের অবস্থা অবনতি হলে, তাদেরকে শেখ ফজিতন্ননেশা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।
বিথী বেগম এক ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করে বলে জানা যায়। আরো জানা যায় যে, রিকশাচালক নয়ন গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়েছে।
হাইওয়ে থানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। অটো রিক্সাটি থানায় জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।