ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যে অন্তবর্তীকালীন সরকারের অন্যতম উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে দেশের সার্বিক সংস্কার করা। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর্থিক অবস্থা থেকে শুরু করে সামাজিক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) সাকলে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার রাষ্ট্রের সেইসব ধ্বংস প্রতিষ্ঠানের সকল প্রকার সংস্থার করতে চায়। সেজন্য একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেই সংস্কার কমিশনের তিন মাস প্রায় শেষ হতে চলছে। সময় শেষে সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা গুলো সরকারের কাছে হস্তান্তর করবে। তারপর সরকার সেই প্রস্তাবনা অনুযায়ী স্টেকহোল্ডারদের সাথে পর্যালোচনার মাধ্যমে দেশ বৃহৎ সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। এসময় দেশের বৃহৎ সংস্কারে সকলের অংশগ্রহণ, মতামত ও সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় শীতবস্র বিতরণী ও চেক বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, উপজেলা বিএনপির আহবায়ক এ জেড এম বজলুর রহমান জাহিদ, সদস্য সচিব কুদরত-ই-খুদা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলের রাব্বি, জেলার সকল সরকারি, বেসরকারি কর্মকর্তারা সহ উপজেলার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অসহায় শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্র বিতরণ সহ জুলাই-আগষ্টে শহীদ পরিবারের হাতে চেক প্রদান করা হয়। পাঁচ শহীদ পরিবারের আট সদস্য কে মোট ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।
সেই সাথে আটোয়ারী উপজেলাকে মাদকমুক্ত রাখতে ও মান সম্পন্ন খেলোয়াড় তৈরির জন্য একটি মিনি স্টেডিয়ামের জন্য বরাদ্দ জায়গায় পরিদর্শন করেন । আটোয়ারী উপজেলার ফুটবল একাডেমির উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা এবং আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।