টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অন্তত এক ঘন্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ স্থানীয়রা করোটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্ট করে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে চলে আসে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্ত পূর্বক জানা যাবে।।