টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তিন জনকে মোট ২,৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মির্জাপুরের কাঁচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক দুইজন এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক আরো একজনকে অর্থদণ্ড করা হয়।
যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন, মোঃ সুমন মিয়া, পিতা: জুলহাস সাং: বাওয়ার কুমার জানি।
গৌরাঙ্গ সাহা, পিতা: স্বপন সাহা সাং: ৩ নং ওয়ার্ড পৌরসভা মির্জাপুর। সুমন ঘোষ, পিতা: যতীন চন্দ্র ঘোষ সাং: সরিষদাইর মির্জাপুর টাঙ্গাইল
সহকারি কমিশনার (ভূমি) অভিযানটি পরিচালনা করেছেন।
সামনে রমজান মাস এই ধরনের অভিযান আরো জোরালোভাবে করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।