নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার প্রবীন সাংবাদিক মাই টিভি সুবর্ণচর উপজেলা প্রতিনিধি, ও বাংলা বাজার লর্ড লিও নার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার আবদুল কাইয়ুম মারা গেছেন।
১৭ জানুয়ারী শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহিওইন্নাইলাহী রাজিউন।
আগামীকাল ১৮ জানুয়ারী সকাল ০৯ ঘঠিকা মাস্টার আবদুল কাইয়ুম এ-র দীর্ঘদিনের কর্মময় প্রতিষ্ঠান বাংলা বাজার লর্ড লিও লিও নার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন চলছিলো, ভাগ্যের নির্মম পরিহাস সেই একইমাঠে উনার জানাজা অনুষ্ঠিত হবে।
এ-ই গুনি শিক্ষক ও সাংবাদিক এ-র শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে ঢাকায় হসপিটালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছিলেন , সদাহাস্যজ্বল এই শিক্ষকের এক ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন, তাহার স্ত্রী সরকারী প্রাইমারী স্কুলের একজন প্রধান শিক্ষক মিসেস শিরিন আক্তার।
এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত উনার লাশ চরক্লার্ক ইউনিয়নস্থ বাংলা বাজার আদর্শ গ্রামে উনার নিজ বাড়িতে আছেন।
আগামীকাল শনিবার সকাল ১০ ঘটিকায় বাংলা বাজার লর্ড লিও নার্ড চেশায়ার হাইস্কুল মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।